চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে এনামুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে৷ এসময় তার নিকট থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১২ জুন) রাত ৯টার দিকে দর্শনা থানাধীন মোবারকপাড়ার হাজী খন্দকার শওকত আলীর বাড়ির সামনে থেকে ইয়াবাসহ আটক করা হয়।
এনামুল ইসলাম দর্শনা পৌরসভাধীন রামনাগর গ্রামের ফকিরপাড়ার মফিজুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামিম রেজার নেতৃত্বে একটি দল দর্শনার মোবারকপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩৫ পিচ ইয়াবাসহ এনামুল ইসলামকে আটক করে থানায় নেয়া হয়।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মাদকবিরোধী অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ একজন যুবককে আটক করা হয়েছে। রাতেই যুবকের বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এএইচ