চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডের অদূরে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা শিশুসহ ১১ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এরমধ্যে আকবর আলী (৫৫) নামের এক বৃদ্ধের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
আজ বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামের মৃত. মোহাম্মদ আলীর স্ত্রী বুলবুলি খাতুন (৪৫) ও তার মেয়ে আরিফা খাতুন (১৮), চুয়াডাঙ্গা সদরের সুবদিয়া গ্রামের আকবর আলী (৫৫), একই গ্রামের মৃত. ইব্রাহিম বিশ্বাসের ছেলে আব্দুল হামিদ বিশ্বাস (৮৬), বোয়ালিয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী সাহারা বেগম (২৮) ও তার শিশু সন্তান সাইম আহমেদ (১৩) ও কুতুবপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী আমেনা বেগম (৩৫)। এর মধ্যে তিনজনকে ভর্তি করেছেন এবং বৃদ্ধ আকবর আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করেছেন চিকিৎসক। এছাড়া বাকি ৭ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
আহতরা জানান, একটি ইজিবাইকযোগে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন তারা। চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনালের (ঝিনাইদহ বাসস্ট্যান্ড) নিকট পৌছালে পিছন থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে আমরা আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের দুজন যাত্রী আহত হয়েছেন বলে জেনেছি।
এএইচ