চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত শিশুর পরিচয় মিলেছে। শিশুটির নাম রাকিবুল হাসানের (১০)। সে দামুড়হুদা সদর ইউনিয়নের বসতীপাড়ার জহুরুল ইসলামের ছেলে এবং দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
এর আগে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে দামুড়হুদা থানাধীন তেল পাম্পের নিকট এদূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অজ্ঞাত শিশুটি গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে রেডিও চুয়াডাঙ্গা ফেসবুক পেজে নিহত শিশুর পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করা হয়। এরপরই শিশুটির পরিবারের সন্ধান মেলে এবং তারা দামুড়হুদা মডেল থানায় যোগাযোগ করেন।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জীবননগরের শিয়ালমারি পশুহাট থেকে গরু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১২-২৬৭৩) চুয়াডাঙ্গার অভিমুখে আসছিল। দামুড়হুদার তেল পাম্পের নিকট পৌছালে দৌড়ে রাস্তা পারাপার হওয়া শিশু রাকিবুলকে ধাক্কা দেয় ট্রাকটি। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত জখম অবস্থায় দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে শিশুটির পরিবারের সদস্যরা সদর হাসপাতালে আসেন। সেখানে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।
এদিকে, এ দূর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়েন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেই।
কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, উদ্ধারকারিরা শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। পরে মরদেহ মর্গে রাখা হয়।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আলমগীর কবির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন। শিশুটির পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এখনো পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করেনি। তবে আগামীকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























