০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে জিয়ারুল হক (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শুক্রবার (১৭ মে) অনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার বাঁকা ব্রিকস ফিল্ড নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল হক জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত জহির মণ্ডলের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যাক্ষদর্শীদের সুত্রে জানা যায়, সকালে বাড়ি বের হয়ে বাইসাইকেলযোগে জীবননগর বাজারে যাচ্ছিলেন জিয়ারুল হক। বাঁকা ব্রিকস ফিল্ড নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জিয়ারুল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান সুজন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, উদ্ধারকারীরা জিয়ারুল ইসলামকে জরুরি বিভাগে আসেন। পরিক্ষা-নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবিদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনার একজন নিহত হয়েছেন বলে জেনেছি। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেয়ায় মনোমালিন্য, অত:পর…

জীবননগরে পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

প্রকাশের সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে জিয়ারুল হক (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শুক্রবার (১৭ মে) অনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার বাঁকা ব্রিকস ফিল্ড নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল হক জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত জহির মণ্ডলের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যাক্ষদর্শীদের সুত্রে জানা যায়, সকালে বাড়ি বের হয়ে বাইসাইকেলযোগে জীবননগর বাজারে যাচ্ছিলেন জিয়ারুল হক। বাঁকা ব্রিকস ফিল্ড নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জিয়ারুল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান সুজন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, উদ্ধারকারীরা জিয়ারুল ইসলামকে জরুরি বিভাগে আসেন। পরিক্ষা-নিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবিদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনার একজন নিহত হয়েছেন বলে জেনেছি। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।