চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়ির ছাদ ঢালাই কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিরুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের নতুন চাকলা গ্রামের পূর্বপাড়ায় এদূর্ঘটনা ঘটে।
জামিরুল ইসলাম ওই গ্রামের জান্নাত আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় ইউপি সদস্য হাসান তারেক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অন্যান্য মিস্ত্রীদের সঙ্গে নিজের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন জামিরুল ইসলাম। একই সাথে ছাদে বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। এ সময় তার লিকেজ হয়ে তাতে স্পৃষ্ট হন জামিরুল। তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, তার আড়াই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। জামিরুলকে হারিয়ে স্ত্রী ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এসএম জাবিদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
এএইচ
One thought on “জীবননগরে নিজ বাড়িতে করছিলেন ঢালাই কাজ, বিদ্যুৎস্পৃষ্টে গেল প্রাণ”