চুয়াডাঙ্গা শহরে মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১২ মে) সকাল অনুমানিক ৯ টার দিকে চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজ এলাকার এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত মোয়াজ্জেম হকের ছেলে এবং নতুন বাজারের৷ একটি ওয়েল্ডিং এর দোকানে কাজ করতেন।
অপরদিকে, গত শনিবার (১১ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ এক বৃদ্ধ পথচারী আহত হয়। গতকাল রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃদ্ধ শুকুর আলীর মৃত্যু হয়।
জানা গেছে, রোববার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয় আব্দুর রশিদ। পথিমধ্যে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে একটি মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় আব্দুর রশিদ। পরে
স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, কোন অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, গত শনিবার সন্ধ্যার মাগরিবের নামায আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন বৃদ্ধ শুকুর আলী। এসময় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালকসহ দুজনই আহত হয়।
নিহত শুকুর আলী (৫৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের মণ্ডলপাড়ার মৃত. জান আলীর ছেলে। এবং মোটরসাইকেল চালক সদরের শংকরচন্দ্র গ্রামের নাসির হোসেনের ছেলে মারুফ হোসেন (২৫)। এরমধ্যে শুকুর আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন চিকিৎসক।
স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার দিনই বৃদ্ধ শুকুর আলীকে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল সকালে মারা যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসলে নেমে আসে শোকের ছাড়া। গতকালই জানাযার নামায শেষে নিজ গ্রামে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
এএইচ