চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শণের অভিযোগে আবু সিদ্দীক নামে এক ইউপি সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
সাজাপ্রাপ্ত আবু সিদ্দীক কুড়ালগাছী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ১ নাম্বার প্যালেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সমর্থক।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আজ ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে।
দামুড়হুদা উপজেলায় ৯৬ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪৩ জন।
অপর দিকে, জীবননগর উপজেলায় ৬২টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ৭৭ হাজার ২২৯ জন।
এএইচ