০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি প্রস্তুতি: চুয়াডাঙ্গায় পুলিশের প্রশিক্ষণ পর্যবেক্ষণ অতিরিক্ত ডিআইজির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে চুয়াডাঙ্গায় চলছে নিবিড় প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি – ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন।

তার আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

প্রশিক্ষণ চলাকালে অতিরিক্ত ডিআইজি প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং কোর্সে অন্তর্ভুক্ত বিষয়বস্তু পর্যবেক্ষণ করেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন—

“নির্বাচনি দায়িত্ব শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি রাষ্ট্র ও জনগণের প্রতি পবিত্র দায়িত্ব। সুশৃঙ্খল আচরণ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনই হবে জনগণের আস্থা অর্জনের প্রধান উপায়।”

এসময় তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে মাঠ পর্যায়ে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে এবং যেকোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় থাকতে হবে।

প্রশিক্ষণ পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীরা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, পরিস্থিতি মোকাবিলা কৌশল এবং শৃঙ্খলাবোধ জোরদারে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বি ক্ষো ভ সমাবেশ

নির্বাচনি প্রস্তুতি: চুয়াডাঙ্গায় পুলিশের প্রশিক্ষণ পর্যবেক্ষণ অতিরিক্ত ডিআইজির

প্রকাশের সময় : ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে চুয়াডাঙ্গায় চলছে নিবিড় প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি – ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন।

তার আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

প্রশিক্ষণ চলাকালে অতিরিক্ত ডিআইজি প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং কোর্সে অন্তর্ভুক্ত বিষয়বস্তু পর্যবেক্ষণ করেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন—

“নির্বাচনি দায়িত্ব শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি রাষ্ট্র ও জনগণের প্রতি পবিত্র দায়িত্ব। সুশৃঙ্খল আচরণ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনই হবে জনগণের আস্থা অর্জনের প্রধান উপায়।”

এসময় তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে মাঠ পর্যায়ে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে এবং যেকোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় থাকতে হবে।

প্রশিক্ষণ পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীরা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, পরিস্থিতি মোকাবিলা কৌশল এবং শৃঙ্খলাবোধ জোরদারে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।