০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে গরু কেনাবেচা নিয়ে বিরোধ, দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া আব্দুর রাজ্জাক নামের আরও এক ভাইকে পিটিয়ে জখম করা হয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজ শনিবার (২০ সেপ্টম্বর) সকালে উথলী গ্রামের বিলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন, উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত. খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার মান্টা (৫৫) ও হামজা (৪৫)।

উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল হক রেডিও চুয়াডাঙ্গা বলেন, গত চার মাস আগে আনোয়ার ও হামজাদের একটি গরু বিক্রির জন্য প্রতিবেশি নিজাম আলী ওরফে খোকার সঙ্গে দামদর ঠিক করেন। পরদিন গরুটি খোকার দেয়া মূল্যের থেকে পাচ হাজার টাকা বেশি বলায় অন্যজনের কাছে গরুটি বিক্রি করে দেন। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই সময় আনোয়ার মান্টা, হামজাসহ তার লোকজনরা খোকাসহ অনেকেরই মারধর করে এবং কান কেটে দেয়। এ ঘটনায় মামলা দায়ের হলে তা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে এ ঘটনার জের ধরে আজ শনিবার সকালে খোকা, বিপুল, জুয়েল, বাবলু, নয়নসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তিন ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রাজ্জাক সামান্য আহত হয়েছেন। তবে অপর দুই ভাই গুরুতর অবস্থা হলে সদর হাসপাতালে নেয়ার আগেই একজন মারা যায় এবং আরেকজন চিকিৎসারত অবস্থায় মারা যায়।

এদিকে, এঘটনায় পর এলাকায় থমথমে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে জেলা পুলিশের উর্দ্ধ্বতন কর্তারা পরিদর্শন করেছেন। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়, গরু কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশি খোকা, বিপুল, জুয়েল, বাবলু, নয়ন, স্বপন, জসিম, সাইফুল, শরিফুল, পলক, বদর, স্বজল, সামসুল, হিমেলসহ আরও কয়েকজন তিন ভাই আনোয়ার মান্টা, আব্দুর রাজ্জাক ও হামজার উপর অতর্কিত হামলা চালায়। এতে দুজন মারা যায়। আব্দুর রাজ্জাককে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রেডিও চুয়াডাঙ্গা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস রেডিও চুয়াডাঙ্গা বলেন, প্রতিবেশির সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। আজ মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

জীবননগরে গরু কেনাবেচা নিয়ে বিরোধ, দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া আব্দুর রাজ্জাক নামের আরও এক ভাইকে পিটিয়ে জখম করা হয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজ শনিবার (২০ সেপ্টম্বর) সকালে উথলী গ্রামের বিলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন, উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত. খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার মান্টা (৫৫) ও হামজা (৪৫)।

উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল হক রেডিও চুয়াডাঙ্গা বলেন, গত চার মাস আগে আনোয়ার ও হামজাদের একটি গরু বিক্রির জন্য প্রতিবেশি নিজাম আলী ওরফে খোকার সঙ্গে দামদর ঠিক করেন। পরদিন গরুটি খোকার দেয়া মূল্যের থেকে পাচ হাজার টাকা বেশি বলায় অন্যজনের কাছে গরুটি বিক্রি করে দেন। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই সময় আনোয়ার মান্টা, হামজাসহ তার লোকজনরা খোকাসহ অনেকেরই মারধর করে এবং কান কেটে দেয়। এ ঘটনায় মামলা দায়ের হলে তা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে এ ঘটনার জের ধরে আজ শনিবার সকালে খোকা, বিপুল, জুয়েল, বাবলু, নয়নসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তিন ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রাজ্জাক সামান্য আহত হয়েছেন। তবে অপর দুই ভাই গুরুতর অবস্থা হলে সদর হাসপাতালে নেয়ার আগেই একজন মারা যায় এবং আরেকজন চিকিৎসারত অবস্থায় মারা যায়।

এদিকে, এঘটনায় পর এলাকায় থমথমে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে জেলা পুলিশের উর্দ্ধ্বতন কর্তারা পরিদর্শন করেছেন। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়, গরু কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশি খোকা, বিপুল, জুয়েল, বাবলু, নয়ন, স্বপন, জসিম, সাইফুল, শরিফুল, পলক, বদর, স্বজল, সামসুল, হিমেলসহ আরও কয়েকজন তিন ভাই আনোয়ার মান্টা, আব্দুর রাজ্জাক ও হামজার উপর অতর্কিত হামলা চালায়। এতে দুজন মারা যায়। আব্দুর রাজ্জাককে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রেডিও চুয়াডাঙ্গা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস রেডিও চুয়াডাঙ্গা বলেন, প্রতিবেশির সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। আজ মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।