চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুরে ভৈরব নদীতে ডুবে রিমন হোসেন (৭) এবং জুনায়েদ হোসেন (৭) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
আজ রোববার (০৩ আগস্ট) দুপুর ১টার দিকে গোসল করার সময় এ দূর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো, উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ঈদগাহপাড়ার সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং একই এলাকার জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৭)। দুজনই স্থানীয় কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

বাঁকা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড (ইউপি) সদস্য মো. আশাদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে বিদ্যালয় ছুটির পর রিমন, জুনায়েদসহ চার শিশু ভৈরব নদীতে গোসল করতে যায়। নদীতে আগে থেকেই পাট জাগ দেয়া হচ্ছিল। সেই পাটের উপর লাফিয়ে লাফিয়ে পানিতে লাফ দিয়ে খেলছিল তারা। এ সময় শিশু জুনায়েদ পাটের উপর লাফ দিয়ে পানির নিচ থেকে দীর্ঘ সময় না উঠলে অপর শিশু রিমন পানির নিচে খুজতে যায়। দীর্ঘ সময় না উঠলে অপর দুই শিশু বাড়ির লোকজনকে জানায় বিষয়টি। পরে স্থানীয়ের সহযোগীতায় পরিবারের সদস্যরা দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুর বাবা-মা যেন পাগল প্রায়। কিছুতেই কান্না থামছেনা স্বজনদের।

হৃদয়বিদারক ঘটনা উল্লেখ করে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলেই গিয়েছিলাম। বন্ধুরা মিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই পরিবারের কোন অভিযোগ নেই। প্রচলত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























