০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিজিবির ধাওয়ায় ৯ কেজি রুপা ফেলে পালালেন ইজিবাইকচালক

ভার‌ত থেকে চুয়াডাঙ্গায় পাচার হয়ে আসা ৯ কেজি দানাদার রুপা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। এ সময় ইজিবাইকচালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

বুধবার (০৯ জুলাই) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে দানাদার রুপা বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ দামুড়হুদা উপজেলাধীন মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় অবস্থানকালে যাত্রীবিহীন একটি সন্দেহভাজন ইজিবাইককে সীমান্ত এলাকায় চলাচল করতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দেন বিজিবি সদস্যরা। বিজিবি টহলদলকে দেখে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইজিবাইকটি জব্দ করে এবং তল্লাশির সময় চালকের বসার আসনের নিচ হতে একটি প্যাকেট উদ্ধার করে, যেখানে মোট নয় কেজি ভারতীয় দানাদার রুপা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইজিবাইকসহ জব্দকৃত ভারতীয় দানাদার রুপার বাজারমূল্য আনুমানিক ২৩ লক্ষ ৬৯ হাজার টাকা। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জব্দকৃত দানাদার রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

চুয়াডাঙ্গায় বিজিবির ধাওয়ায় ৯ কেজি রুপা ফেলে পালালেন ইজিবাইকচালক

প্রকাশের সময় : ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ভার‌ত থেকে চুয়াডাঙ্গায় পাচার হয়ে আসা ৯ কেজি দানাদার রুপা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। এ সময় ইজিবাইকচালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

বুধবার (০৯ জুলাই) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে দানাদার রুপা বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ দামুড়হুদা উপজেলাধীন মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় অবস্থানকালে যাত্রীবিহীন একটি সন্দেহভাজন ইজিবাইককে সীমান্ত এলাকায় চলাচল করতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দেন বিজিবি সদস্যরা। বিজিবি টহলদলকে দেখে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইজিবাইকটি জব্দ করে এবং তল্লাশির সময় চালকের বসার আসনের নিচ হতে একটি প্যাকেট উদ্ধার করে, যেখানে মোট নয় কেজি ভারতীয় দানাদার রুপা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইজিবাইকসহ জব্দকৃত ভারতীয় দানাদার রুপার বাজারমূল্য আনুমানিক ২৩ লক্ষ ৬৯ হাজার টাকা। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জব্দকৃত দানাদার রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন।