০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হলো মেয়ে

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া ইসলাম মৃধা (২৩) চৌগাছা পৌর শহরের বংশরীপুর মহল্লার বাসিন্দা ও মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আফিয়া তার বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। চৌগাছা বাজার ব্রিজের কাছে মোটরসাইকেল থামিয়ে আফিয়ার বাবা মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আফিয়া সড়কের ওপর ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হন। ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আফিয়ার মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের সিদ্ধান্ত পেলে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হলো মেয়ে

প্রকাশের সময় : ০২:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া ইসলাম মৃধা (২৩) চৌগাছা পৌর শহরের বংশরীপুর মহল্লার বাসিন্দা ও মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আফিয়া তার বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। চৌগাছা বাজার ব্রিজের কাছে মোটরসাইকেল থামিয়ে আফিয়ার বাবা মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আফিয়া সড়কের ওপর ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হন। ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আফিয়ার মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের সিদ্ধান্ত পেলে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।