জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে সাগর (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরণ অস্ত্রসহ আটক
আটক সাগর জীবননগর পৌর এলাকার হাসপাতালপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার নিজ বাড়ি থেকে সাগরকে আটক করে থানা পুলিশের একটি দল। এ সময় তার নিকট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক সাগরের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























