০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরণ অস্ত্রসহ আটক

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণ (৩৪) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে শহরের গুলশানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাজমুল আরেফিন কিরণ গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল কিরণের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, তিনটি চাপাতি, ছয়টি বড় ছুরি, তিনটি রামদা, ছয়টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক ওসি) খালেদুর রহমান জানান, নাজমুল আরেফিনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হস্তান্তর সম্পন্ন হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরণ অস্ত্রসহ আটক

প্রকাশের সময় : ১০:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণ (৩৪) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে শহরের গুলশানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাজমুল আরেফিন কিরণ গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল কিরণের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, তিনটি চাপাতি, ছয়টি বড় ছুরি, তিনটি রামদা, ছয়টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক ওসি) খালেদুর রহমান জানান, নাজমুল আরেফিনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হস্তান্তর সম্পন্ন হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।