চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) জেলা নির্বাচন অফিস মিলনায়তনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান মনোনয়ন ফরম যাচাই-বাছাই করেন।
দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মো. আলী মুনছুর বাবু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম এবং মো. আবু তালেব মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে বৈধরা হলেন, মো. শফিউল কবির, মো. আব্দুর রাজ্জাক ও মাজেদুল ইসলাম। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মোছা. সাহিদা খাতুনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
অপর দিকে, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও এস কে লিটন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে বৈধরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা ও কাজী সামসুর রহমান চঞ্চল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধরা হলেন- মহিলা ভাইস চেয়ারম্যান জীবননগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আয়েশা সুলতানা লাকী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনুকা আক্তার রিতা।
এএইচ