চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে মাসুর খাতুন (৪৩) নামের এক নারীকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৮ মে) সকালে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মাছুরা খাতুন দর্শনা থানাধীন আকুন্দবাড়ীয়া গ্রামের তমালতলা এলাকার মৃত. লুৎফর রহমানের মেয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে তলামতলা এলাকায় অভিযান পরিচালনা করে দর্শনা থানা পুলিশের একটি দল। সেখানে থেকে ৬ বোতল ফেনসিডিলসহ মাছুরা খাতুনকে আটক করা হয়।
বিজ্ঞতিতে আরও জানানো হয়, আটক মাছুরা খাতুনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















