চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় গভীর রাতে ইউসুফ নামের এক ব্যক্তির পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ইউসুফ ও তার ৭ সদস্যের পরিবার।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গায় এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউসুফ আলী (৩৫) মাখালডাঙ্গা গ্রামের হুচুক পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী ইউসুফ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
ইউসুফ বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে ভ্যানটি চার্জ দেন। রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে দেখতে পায়, ভ্যানটি নেই। পরে রাতেই আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজি করলেও ভ্যানের কোনো সন্ধান পাননি তিনি। পরবর্তীতে ভুক্তভোগী চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশকে বিষয়টি জানান।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।
এএইচ
সজিব উদ্দিন, নিজস্ব প্রতিবেদক 






















