০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাতসকালে সড়কে ঝরল ২ জনের প্রাণ

আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরের দিকে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল চার রাস্তার মোড় নামকস্থানে এদূর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার মৃত মকসেদ মণ্ডলের ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মহাম্মদজমা গ্রামের মৃত. ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরওয়ার (৭০)।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরের দিকে অজ্ঞাতনামা যে কোন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পরিবহনটি পালিয়ে যায়। আমরা সনাক্তের চেষ্টা করছি।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, চাল কেনার উদ্দেশ্য ভ্যানযোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজারের যাচ্ছিলেন গোলাম সরওয়ার। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কে ভ্যানটি উঠার সময় ঝিনাইদহগামী অজ্ঞাতনামা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানসহ দুজনকে বেশ কিছুদূর টেনে-হেঁচড়ে নিয়ে যায় এবং চাকায় তলে পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার স্থানীয়দের বরাত দিয়ে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অজ্ঞাতনামা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভ্যানচালক ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঋণের দায়ে গাভি কেড়ে নিলেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারগিস

চুয়াডাঙ্গায় সাতসকালে সড়কে ঝরল ২ জনের প্রাণ

প্রকাশের সময় : ০৭:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরের দিকে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল চার রাস্তার মোড় নামকস্থানে এদূর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার মৃত মকসেদ মণ্ডলের ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মহাম্মদজমা গ্রামের মৃত. ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরওয়ার (৭০)।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরের দিকে অজ্ঞাতনামা যে কোন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পরিবহনটি পালিয়ে যায়। আমরা সনাক্তের চেষ্টা করছি।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, চাল কেনার উদ্দেশ্য ভ্যানযোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজারের যাচ্ছিলেন গোলাম সরওয়ার। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কে ভ্যানটি উঠার সময় ঝিনাইদহগামী অজ্ঞাতনামা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানসহ দুজনকে বেশ কিছুদূর টেনে-হেঁচড়ে নিয়ে যায় এবং চাকায় তলে পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার স্থানীয়দের বরাত দিয়ে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অজ্ঞাতনামা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভ্যানচালক ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি।