সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক নৃশংস গণহত্যার শিকার নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ এশা জেলার ভালাইপুর মোড়স্থ হামিরন নেসা আল কোরআন আদর্শ কওমি মাদরাসা সংলগ্ন মসজিদে এই পুনর্মিলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আলহাজ মাওলানা বশির আহমাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মুফতী শোয়াইব আহমাদ কাসেমী।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরছে, অথচ বিশ্ব নিরব। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব—গাজাবাসীর পাশে থাকা, দোয়া করা ও যথাসম্ভব সহায়তা করা। ঈদের আনন্দের মধ্যেও আমরা যেন নির্যাতিত ভাইদের ভুলে না যাই।
বক্তারা আরও বলেন, উলামায়ে কেরাম জাতির নৈতিক পথপ্রদর্শক। এই ঈদ পুনর্মিলনী আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ।
সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত পুনর্মিলনী ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, মুফতী আরিফ বিল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার, হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, মাওলানা হাসানুজ্জামান, হাফেজ মাওলানা আবু ত্বলহা সুরুজ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জুনাইদ ও মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে গাজাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও মুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতী শোয়াইব আহমাদ কাসেমী।
এএইচ