চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসিবুর রহমান (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক-সহকারি চালক (হেলপার) পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।
নিহত হাসিবুর রহমান উপজেলার মনোহরপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে রাস্তা পারাপারের সময় শাপলা এক্সপ্রেসের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস শিশু হাসিবুর রহমানকে ধাক্কা দেয়। এতে ছিটকে পাকা রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয়দের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে যশোর নেয়ার পথের মধ্যে শিশু হাসিবুর রহমানের মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এএইচ