জীবননগর উপজেলার কাশিপুরে মেয়ে জামাইয়ের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুফিয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা। সোমবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে এঘটনা ঘটে।
সুফিয়া বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুর গ্রামের মৃত. মনির হোসেনের স্ত্রী। আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
জানা যায়, সুফিয়া খাতুন দীর্ঘদিন যাবত জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মাঠপাড়ায় ছোট মেয়ে জামাইয়ের বাড়িতে থাকতেন। জরায়ু অপারেশনের পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শারীরিক নানান জটিলতায় অসুস্থ হয়ে ভুগছিলেন তিনি। এ কারণে মেয়ে জামাইয়ের বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেন।
জীবননগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল আলম মাথাভাঙ্গাকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। জরায়ু অপারেশনের পর অসুস্থ হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন বৃদ্ধা সুফিয়া বেগম। এ কারণে আত্মহত্যা করেছেন দাবি করেন মেয়ে রেকসোনা ও জামায় জসিম উদ্দিন। মরদেহ থানায় রাখা আছে। আগামীকাল (আজ) মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হবে।
এএইচ