০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দর্শনায় কেরুতে যৌথবাহিনীর তল্লাশি, আরও ৪টি বোমা উদ্ধার, তোলপাড়


চুয়াডাঙ্গার দর্শনায় দেশের বৃহৎ চিনিকল কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনি। এবার ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তল্লাশিতে দুপুর পর্যন্ত কেরু চিনিকল এলাকায় এই বোমাগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এতে অংশ নেন পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থানে ককটেল উদ্ধার করা হয়। এরপরই দুদিন রাজশাহী থেকে আসা র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌছে বোমা দুটি নিস্ক্রিয় করেন। এছাড়া বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরপর দুটি বোমা উদ্ধার হওয়ায় যৌথবাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। এতে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

দর্শনায় কেরুতে যৌথবাহিনীর তল্লাশি, আরও ৪টি বোমা উদ্ধার, তোলপাড়

প্রকাশের সময় : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫


চুয়াডাঙ্গার দর্শনায় দেশের বৃহৎ চিনিকল কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনি। এবার ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তল্লাশিতে দুপুর পর্যন্ত কেরু চিনিকল এলাকায় এই বোমাগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এতে অংশ নেন পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থানে ককটেল উদ্ধার করা হয়। এরপরই দুদিন রাজশাহী থেকে আসা র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌছে বোমা দুটি নিস্ক্রিয় করেন। এছাড়া বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরপর দুটি বোমা উদ্ধার হওয়ায় যৌথবাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। এতে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।