দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গা জেলাজুড়ে এক দিনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন আওয়ামী লীগ, তিনজন যুবলীগ ও একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের বাসিন্দা সাঈদ আহম্মেদ (উৎস), আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান, জামজামি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম, দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী, জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া, সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম, সহসম্পাদক জামাল উদ্দিন ও যুবলীগের সহসম্পাদক সালাউদ্দিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আলমডাঙ্গা থানায় ৩ জন, দর্শনা থানায় ৩ জন এবং একজন করে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা মডেল থানা পুলিশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।
এএইচ