০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গা জেলাজুড়ে এক দিনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন আওয়ামী লীগ, তিনজন যুবলীগ ও একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের বাসিন্দা সাঈদ আহম্মেদ (উৎস), আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান, জামজামি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম, দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী, জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া, সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম, সহসম্পাদক জামাল উদ্দিন ও যুবলীগের সহসম্পাদক সালাউদ্দিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আলমডাঙ্গা থানায় ৩ জন, দর্শনা থানায় ৩ জন এবং একজন করে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা মডেল থানা পুলিশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

চুয়াডাঙ্গায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গা জেলাজুড়ে এক দিনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন আওয়ামী লীগ, তিনজন যুবলীগ ও একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের বাসিন্দা সাঈদ আহম্মেদ (উৎস), আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান, জামজামি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম, দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী, জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া, সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম, সহসম্পাদক জামাল উদ্দিন ও যুবলীগের সহসম্পাদক সালাউদ্দিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আলমডাঙ্গা থানায় ৩ জন, দর্শনা থানায় ৩ জন এবং একজন করে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা মডেল থানা পুলিশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।