চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎষ্পৃষ্টে সম্রাট হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এদুর্ঘটনা ঘটে।
সম্রাট হোসেন একই গ্রামের বড় মসজিদপাড়ার লিয়াকত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে গরুর গোসল করাচ্ছিল সম্রাট। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে গোয়াল ঘর থেকে ছিটকে মাটিতে পড়েন।
পরিবারের সদস্যরা সম্রাটকে উদ্ধার করে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এসএম জাবিদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিদ্যুৎষ্পৃষ্টে এক যুবক মারা গেছেন বলে জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
এএইচ