চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে মণ্টু মিয়া (৪০) নামের এক মাইক্রোবাস চালককে ঘুষি মেরে রক্তাক্তের অভিযোগ উঠেছে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দর্শনা চেকপোস্টের আইসিপি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন তপু রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গতকাল সোমবার সকালে ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে ভারতের নেয়ার উদ্দেশ্য মাইক্রোবাসযোগে দর্শনা চেকপোস্টে আসি। এসময় কাস্টম-ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে দর্শনা আইসিপির সামনে মাইক্রোবাসটি থামানো হয়। কারণ আমার মা দাঁড়াতে পারেন না, মাইক্রোবাস থেকে কোলে করে ভ্যানযোগে চেকপোস্ট পার হয়ে ভারতের গেদে চেকপোস্টে নেয়া হবে। এ সময় দর্শনা আইসিপি ভবনের সামনে মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষুব্ধ হন বিজিবি সদস্যরা।

ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন তপু বলেন, মাইক্রোবাসের চালক মণ্টু মিয়ার সাথে বিজিবির নায়েক সুবেদার আইসিপি ইনচার্জ মোহাম্মদ জামাল ও নায়েক আব্দুল মান্নানের সাথে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে নায়েক আব্দুল মান্নানের হাতে থাকা চাবিসহ চালক মণ্টুকে ঘুষি মারেন। এতে চালকের বাম চোখ রক্তান্ত হয়। পরে স্থানীয় সংবাদকর্মীদের সহায়তায় চালক মন্টুকে বিশ্রামাগারে নিয়ে চিকিৎসা (১ টি সেলাই) দেওয়া হয়। পরবর্তীতে মাকে ভারতে পাঠানো হয় এবং ঘটনাটি বিজিবি-৬ এর উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে তিনি অভিযুক্ত বিজিবি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ঘটনাটি আমি জেনেছি। সত্যতা পেলে ওই বিজিবি সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ