চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতার আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও হয়রানিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গতকালই আব্দুর রহিমকে জীবননগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আব্দুর রহিম জীবননগর উপজেলায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজীর ত্রাস হিসেবে পরিচিত ছিল।
এএইচ