চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ নাইম হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক নাইম হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের উত্তরপাড়ার জামিন হোসেনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ নাইমকে আটক করা হয়। আটক নাইমকে দর্শনা থানায় হস্তান্তরসহ জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আটক নাইমের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























