চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোজাম্মেল সরদারকে (৩২) আটক করেছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পৌনে ১০ টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, এ দিন রাত ৮ টার চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোজাম্মেল সরদার রাজবাড়ী জেলার সদর থানাধীন এলাকার আরসাদ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন। এ সময় আকন্দবাড়িয়া গ্রামে জামে মসজিদের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোজাম্মেল সরদারকে আটক করা হয়। পরে তার নিকট থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত মোজাম্মেল সরদারের বিরুদ্ধে চুয়াডাঙ্গার দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















