১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বেলগাছির আব্দুর রাজ্জাককে কুপিয়ে জখম, অবস্থা আংশকাজনক

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার ছাত্রলীগ কর্মী সিহাবসহ কয়েকজন যুবক আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে বেলগাছি ঈদগাঁহপাড়ার আানামুলের দোকানের নিকট এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

আহত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের ঈদগাঁহপাড়ার সাজ্জাদ আলীর ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি জমিজমা কেনাবেচার ব্যবসা করেন। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে শুনেছি। ঘটনার পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শুক্রবার রাতে বেলগাছির ঈদগাঁহপাড়ার আানামুলের দোকানে বসে ছিলাম। এ সময় শহরের হকপাড়ার সিহাব সহ কয়েকজন যুবক আমার উপর অতর্কিত হামলা চালায়। তাদের কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মূলত আমাকে হত্যার উদ্দেশ্যেই তারা আমার উপর হামলা চালিয়েছে।

আহত আব্দুর রাজ্জাক আরও বলেন, পূর্বে সিহাবের সঙ্গে আমার বিরোধ ছিল। পরে সেটি মিমাংসাও হয়েছিল। তবে আজ হঠাৎ আমাকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে। সিহাবসহ বেশ কয়েকজন ছিল। রাতের আধারে বাকিদের চেনা যায়নি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আব্দুর রাজ্জাকের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতে পারে।

One thought on “চুয়াডাঙ্গার বেলগাছির আব্দুর রাজ্জাককে কুপিয়ে জখম, অবস্থা আংশকাজনক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

চুয়াডাঙ্গার বেলগাছির আব্দুর রাজ্জাককে কুপিয়ে জখম, অবস্থা আংশকাজনক

প্রকাশের সময় : ১১:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার ছাত্রলীগ কর্মী সিহাবসহ কয়েকজন যুবক আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে বেলগাছি ঈদগাঁহপাড়ার আানামুলের দোকানের নিকট এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

আহত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের ঈদগাঁহপাড়ার সাজ্জাদ আলীর ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি জমিজমা কেনাবেচার ব্যবসা করেন। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে শুনেছি। ঘটনার পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শুক্রবার রাতে বেলগাছির ঈদগাঁহপাড়ার আানামুলের দোকানে বসে ছিলাম। এ সময় শহরের হকপাড়ার সিহাব সহ কয়েকজন যুবক আমার উপর অতর্কিত হামলা চালায়। তাদের কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মূলত আমাকে হত্যার উদ্দেশ্যেই তারা আমার উপর হামলা চালিয়েছে।

আহত আব্দুর রাজ্জাক আরও বলেন, পূর্বে সিহাবের সঙ্গে আমার বিরোধ ছিল। পরে সেটি মিমাংসাও হয়েছিল। তবে আজ হঠাৎ আমাকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে। সিহাবসহ বেশ কয়েকজন ছিল। রাতের আধারে বাকিদের চেনা যায়নি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আব্দুর রাজ্জাকের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতে পারে।