মেহেরপুরে হাজী গোলাম কাউছার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হাজী গোলাম কাউছার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
আরও পড়ুন
মুজিবনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লুৎফোন্নেসা সেলিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেররপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আফতাব আলী খান।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী গোলাম কাউছার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক শামসুজ্জামান শামীম। এরপর কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এএইচ