চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে সজনী খাতুন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ ১৩৫০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মাদক ব্যবসায়ী সজনী খাতুন (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের তারেক আজিজের (ক্যাপ্টেন) স্ত্রী।
আরও পড়ুন
দামুড়হুদায় পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশু লাবিবের
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বসতবাড়ি থেকে ১৩৫০ ট্যাপেন্ডা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সজনী খাতুনকে আটক করা হয়। সুযোগ বুঝে পালিয়ে যান সজনির স্বামী তারেক আজিজ।
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এএইচ