চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর পুরাতন বড় জামে মসজিদের মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল অনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার মাইকের মাধ্যমে ফজরের আজান দেন মোয়াজ্জিম। নামায আদায় শেষে আরবী পড়ার জন্য মাইকের মাধ্যমে শিক্ষার্থীদের আহবান জানানো হয়। পরবর্তীতে যোহরের আজান দিতে এসে মোয়াজ্জিম দেখেন মসজিদ থেকে ব্যাটারি এবং আইপিএস চুরি হয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ৫০ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাষ্টার রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও এর কোনো প্রতিকার না হওয়ায় চোরের দল বেপরোয়া হয়ে উঠেছে। কিছু দিন আগে আমাদের গ্রামের কয়েকটি মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র। এবার মসজিদের ব্যাটারি ও আইপিএস চুরির ঘটনা ঘটলো।

এদিকে, এ ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার মসজিদ কমিটি আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানা গেছে।
এএইচ