চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানি লিমিটেডের ডিস্টিলারির ফরেন লিকার বিভাগের সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে দর্শনা বীজ গোডাউনের সামনে একটি চায়ের দোকানে এঘটনা ঘটে।
আহত আব্দুল্লাহ আল মামুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ছোট শলুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে কেরুর ডিস্টিলারি ফরেনলিকার বিভাগের সুপারভাইজার হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
বুধবার রাতে আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে সংবাদকর্মীদের অভিযোগ করে বলেন, বেলা ১২টার দিকে দর্শনা কেয়ামত আলি মার্কেটের বিপরীতে বীজ গোডাউনের সামনে চা পান করছিলাম। এ সময় হঠাৎ একদল যুবক পাশের গলিয়ে আমাকে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কিছু না বুঝার আগেই পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে আমার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ি। পিটিয়ে দুই হাত ভেঙে দেওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে প্রান বাঁচাতে দৌড়ে একটি বাড়িতে উঠে নিজেকে রক্ষা করি।
হামলাকারী কারা এবং কি উদ্দেশ্যে হামলা চালালো এমন প্রশ্নের জবাবে তিনি কোন কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ঘটনার পর আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। কোথায় থেকে চিকিৎসা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, জীবনের নিরাপত্তার ঝুকি আছে৷ এ জন্য আমি প্রকাশ করছি না।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর বলেন, ঘটনাটি শোনার পর আমি নিজে মোবাইল নাম্বার সংগ্রহ করে মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন অভিযোগ করেননি তিনি।
এএইচ