চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসবে বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।
মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক শাজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাকির হোসেন শামীম, যুবদল নেতা আ. মোমিন, ইয়াদুল, রবগুল ইসলাম, আব্দুল্লাহ, ছাত্রদল নেতা রিমন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে ঘরছাড়া, এমনকি দেশ ছাড়া করেছিল। দেশের বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছিল। যাদের আজও কোনো হদিস পাওয়া যায়নি।
মাহমুদ হাসান খান বাবু বলেন, এই প্রতিকূল অবস্থার মধ্যে বৃহৎ আকারে না হলেও ভিন্ন কৌশলে কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করা সম্ভব হয়নি। এখন ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। মানুষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে। রাজনৈতিক যেকোনো কর্মসূচি পালনে এখন আর কোন বাঁধা নেই, বিধায় দলের তৃণমূল পর্য়ায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
এএইচ