চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে আলমডাঙ্গা উপজেলার উসমানপুর ফুটবল একাদশকে দুই গোলে হারিয়ে দীননাথপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে আকন্দবাড়িয়া স্বপ্ন পূরণ ফুটবল টুর্নামেন্ট (২০২৪)।
দীননাথপুর স্পোর্টিং ক্লাবের হয়ে তনয় ও নাসিম ১টি করে গোল করেন। অসাধারণ ১টি গোল করে ম্যাচ সেরা খেলোয়ার নির্বাচিত হন নাসিম বিশ্বাস।
টুর্নামেন্টে ফাইনালে বিজয়ী দল পাবে ৮০ হাজার টাকা ও রানার্সআপ দল পাবে ৬০ হাজার টাকা।
প্রথম পর্বের চতুর্থ পর্বের খেলায় দীননাথপুর স্পোর্টিং ক্লাব বনাম উসমানপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই দীননাথপুর স্পোর্টিং ক্লাব একের পর এক আক্রমন করতে থাকে। খেলার প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় দীননাথপুর স্পোর্টিং ক্লাবের তনয়ের দেওয়া গোলে ১-০ গোলে এগিয়ে যায়। এর এক মিনিটের মাথায় নাসিম আরো ১ গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয় দলকে। উসমানপুর ফুটবল একাদশ গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলে ও কোন রকম প্রতিরোধ গড়তে পারেনি উসমানপুর ফুটবল একাদশ। খেলায় ম্যান অফদা ম্যাচের পুরস্কার লাভ করেন দীননাথপুর স্পোর্টিং ক্লাবের নাসিম বিশ্বাস।
আরও
দীননাথপুরে ফুটবল প্রীতি ম্যাচে অবিবাহিতরা ১ গোলে বিজয়ী
হাজার হাজার দর্শক এই খেলা উপভোগ করেন। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ন হয়ে যায়।
খেলার শুরুতে দীননাথপুর স্পোর্টিং ক্লাবের কর্ণধার ও টিম স্পন্সর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক তানজিব সারোয়ার অধিনায়ক আবির হাসানের (আরিফ) হাতে অধিনায়কের ব্যাজ পরিয়ে দেন। দীননাথপুরের হয়ে আরো খেলেন শফিকুল ইসলাম, তনয়, নাসিম, প্রান্ত, আঃ কুদ্দুস, সালামিন, আঃ হালিম, ইফাজ, কবির, ইমন। বদলি প্লেয়ার হিসেবে খেলেন সাকিব ও ইমন।

অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এস ফ্যাশন ওয়ারের কর্ণধার তানজিব সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দবাড়ীয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আলাউদ্দিন আলা, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মিঠু হোসেন ও যুগ্ন সাধারন সম্পাদক মিকাইল হোসেন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দবাড়িয়া স্বপ্নপূরণ টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি লিয়াকত হোসেন লালটু, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মিলন, ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা নবীস উদ্দিন আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য ইসলাম আইজুদ্দিন, আব্দুল মালেক, মসলেম উদ্দীন মন্ডল, পচা মন্ডল, মিনহাজ উদ্দীন মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মাস্টার, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান হোসেন, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল হোসেন, কোষাধক্ষ্য মাসুদ রানা মাসুদ, সহ কোষাধ্যক্ষ নাঈম হোসেন, বাদশাহ হোসেন, সুলতান হোসেন, ইসরাফিল হোসেন, রনি হোসেন।
টুর্নামেন্টটি পরিচালনা করছেন রিয়ান হোসেন, লিটন হোসেন ও পারভেজ হোসেন।
এএইচ