চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মুজাহিদ ইসলাম ওরফে মিঠুকে (২৭) কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জীবননগর পৌর শহরের শাপলা প্লাজার পাসে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা শহরে ছাত্রলীগ কর্মী রকিকে কুপিয়ে জখম
আহত মিঠু জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পোস্ট অফিস পাড়ার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মিঠুর সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা সাইফুলকে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড
শুক্রবার (৪ অক্টোবর) রাতে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিগত ৮-১০ বছর আগে নারী কেন্দ্রীক একটি বিরোধ নিয়ে এই কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে বলে জেনেছি। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ