০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দিলীপ কুমার আগরওয়ালাকে ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপ-পরিদর্শক নুরুল ইসলাম খান এই আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।

ডায়মন্ড ওয়ার্ল্ড ঘিরে রেখেছে র‍্যাব: দিলীপ কুমারকে গ্রেপ্তারে অভিযান চলছে

এর আগে গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আগরওয়ালাকে রাজধানীর গুলশানের আকাশ টাওয়ার থেকে আটক করা হয়। পরে বাড্ডা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে এ মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৭ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেন শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি। এরপর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

দিলীপ কুমার আগরওয়ালাকে ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

প্রকাশের সময় : ০১:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপ-পরিদর্শক নুরুল ইসলাম খান এই আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।

ডায়মন্ড ওয়ার্ল্ড ঘিরে রেখেছে র‍্যাব: দিলীপ কুমারকে গ্রেপ্তারে অভিযান চলছে

এর আগে গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আগরওয়ালাকে রাজধানীর গুলশানের আকাশ টাওয়ার থেকে আটক করা হয়। পরে বাড্ডা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে এ মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৭ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেন শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি। এরপর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।