চুয়াডাঙ্গার বাজারে ঢুকে পড়েছে নকল পন্য। বিভিন্ন প্রতিষ্ঠানে নকল প্যারাসুট, জনসন ও কুমারিকা তেলসহ বিভিন্ন পণ্য সরবরাহ করে আসছিল একটি অসাধু ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবত অভিযোগ আসতে থাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে। এরপরই নড়েচড়ে বসেন সংস্থাটি।
এরই অভিযোগের পেক্ষিতে সোমবার (৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের নীলমনিগঞ্জ ও শহরের শ্যাকড়াতলা এলাকায় অভিযান চালায় জেলা কার্যলয়ের সদস্যরা।
নীলমনিগঞ্জে বিভিন্ন নকল মালামালসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তারই দেয়া তথ্যমতে চুয়াডাঙ্গা শহরের শেকড়াতলা মোড়ে জানিফ হাসানের বাসায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন নকল পন্যের অস্তিত্ব পাওয়া যায়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই নকল পন্যের ডিলার ছিলেন জানিফ হাসা। পরে জিজ্ঞাসাবাদে জানিফ হাসান। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাসে নকল ভেজাল পণ্য বিক্রয়ের কথা স্বীকার করেন। উক্ত অপরাধে নকল ভেজাল পণ্যের ডিলার মো: জানিফ হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। জব্দকৃত নকল পণ্য জনসম্মুখে ধংস করা হয়।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে
এএইচ