শেষের পথে কোপা আমেরিকার ৪৮ তম আসর। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ১৬ দলের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে টিকে আছে কেবল দুই দল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সোমবার (১৫ জুলাই) ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তবে এই দুই দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের ৫ জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। চলমান কোপা আমেরিকার ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া।
দুটি সেমিফাইনালে জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। ১ম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিলো কানাডা। আর্জেন্টিনা তাদের বিপক্ষে ২-০ গোলের একটি সহজ জয় লাভ করে।
অপরদিকে ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় উরুগুয়ে এবং কলম্বিয়া। হাড্ডা হাড্ডি লড়াইয়ে শেষ হয় ম্যাচটি। আর এ লড়াইয়ে উরুগুয়ে কে ১-০ গোলে পরাজিত করে কলম্বিয়া৷ এবং ফাইনাল নিশ্চিত করে দলটি৷
বৃহস্পতিবার (১১ জুলাই) কনমেবল নিজেদের ওয়েবসাইট থেকে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে।
ঘোষিত তথ্য অনুয়ায়ী, খেলায় মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লস। তার সঙ্গে অ্যাসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই থাকছেন ব্রাজিলের।
এর আগে ২০২০ সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ে রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে সমস্যা হয়েছিল আজেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেওয়া, আবার বিরুদ্ধে একটি পেনাল্টি দেওয়ায় ক্ষোভ রয়েছে আর্জেনটাইনদের। একই ম্যাচে ১৫ পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি। কারণ গোল বিল্ডআপের ২৭ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন, যা রাফায়েল ক্লস লো সেলসো-ভিএআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
ওই দিন ম্যাচ শেষে ক্লসের বিরুদ্ধে মেসি বলেছিলেন, ‘তুমি তো আমাদের দুবার.. শেষ করে দিয়েছো।
বৃহস্পতিবার (১১ জুলাই) নিজেদের ওয়েবসাইট থেকে রেফারিদের নাম ঘোষণা করেছে কনমেবল। দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল নিজেদের ওয়েবসাইটে ফাইনালের পাশাপাশি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারিদের তালিকায় প্রকাশ করেছে।
ব্রাজিলকে আটকে দেওয়ার ম্যাচে তিনিই ছিলেন কলম্বিয়ার নায়ক। কিন্তু লাল কার্ডের কারণে একাদশের গুরুত্বপূর্ণ এই সদস্যকে কাজে লাগাতে পারবেন না কোচ নেস্তর লরেঞ্জো।
এএইচ