চুয়াডাঙ্গা সদরের জালশুকা গ্রামের একটি পুকুরের মধ্যে থেকে শান্ত (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (১ জুলাই) রাতে গ্রামের হিমালয় ইটভাটা সংলগ্ন একটি পুকুরের মধ্যে থেকে লাশ উদ্ধার করা হয়।
শান্ত আলী একই গ্রামের আজিজুল হকের ছেলে।
এদিকে, স্থানীয় ও পরিবারের দাবি এটা হত্যাকাণ্ড। অভিযুক্তদের বিচারের দাবিতে ফুসে উঠেছে গ্রামবাসি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পুকুরের মধ্যে থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড কিনা এটা এখনি বলা যাচ্ছেনা। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।