চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারিতে রয়েল পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক রাজ (১৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সবিজ (১৮)।
আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেল সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের বোয়ালমারি গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাজ চুয়াডাঙ্গা পৌর এলাকার মাদরাসাপাড়ার ইজিবাইক চালক মজনুর ছেলে এবং আহত সজিব একই পাড়ার কালামের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রাজসহ কয়েকজন কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। এরমধ্যে রাজ ও সজিব একই মোটসাইকেলে ছিল। বোয়ালমারি গ্রামে পৌছালে আলমডাঙ্গামুখী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটসাইকেল চালক রাজ নিহত হয়। পরে স্থানীয় দ্রুত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজকে মৃত ঘোষনা করেন। আহত সজিবকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

এদিকে, রাজের মৃত্যুর খবর পেয়ে সদর হাসপাতালে ভিড় করেন পরিবারসহ স্বজনেরা। তাদের কান্নায় সদর হাসপাতাল চত্বর ভারি হয়ে উঠে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্ধু মৃধা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে রাজ নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সবিজ। আমি ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানাব।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর রাজকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত সজিবকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তবে সে শঙ্কামুক্ত কিনা এখনি বলা সম্ভম নয়।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















