চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ধীরগতিতে চলাচল করছে ট্রেন।
আজ রোববার (১৬ জুন) বেলা ১১ টার দিকে দর্শনা হল্ট ও উথলী স্টেশনের মাঝামাঝি স্থানে ঘোড়ামারা রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।
বেলা সাড়ে ৩ টা পর্যন্ত ঘটনাস্থলে লাল কাপড় টাঙিয়ে মেরামতের কাজ চলমান রয়েছে বলে রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করেছেন উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস।

জানা গেছে, রেললাইন ফাটলের বিষয়টি ঘোড়ামারা রেলগেটের গেটম্যানের নজরে আসলে তিনি কর্তৃপক্ষকে জানান। এরপরই ঘটনাস্থলে লাল কাপড় টাঙিয়ে মেরামতের কাজ শুরু হয়। এতে ফাটল স্থান দিয়ে ধীর গতিতে চলছে ট্রেন।
উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিষয়টি জানার পরই মেরামতের কাজ চলমান আছে। ঘটনাস্থল দিয়ে ট্রেন ধীরগতিতে চলছে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, উথলীতে রেললাইনে ভেঙ্গে গেছে বলে জেনেছি। ভাঙ্গা অংশ কেটে বাদ দিয়ে মেরামত চলছে৷ ঘটনাস্থল দিয়ে ১০ কিমি গতিতে ট্রেন চলাচল করছে। এতে ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটবেনা।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারিতে একই স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছিল। সেই সময় উথলী রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার আবু সাঈদ সংবাদকর্মীদের জানিয়েছিলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে রেললাইনে ফাটলের ঘটনা ঘটতে পারে।
এএইচ