জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাসুদ রানা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে এক কেজি গাঁজা।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ রোববার (১৬ জুন) বেলা পৌনে ১১টায় দিকে জীবননগর থানাধীন গোপালনগর গ্রামের ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে আটক করে পুলিশ।
আটক মাসুদ রানা জীবননগর উপজেলার মাধবখালি গ্রামের মৃত. কোরবান আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস. এম জাবীদ হাসানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপালনগর গ্রামস্থ ডাঙ্গাপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে আটক করেন। এসময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি এস. এম জাবীদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আটক মাসুর রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মাসুদ রানাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷
এএইচ