দেশের প্রথম সারির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কম-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ।
শনিবার (১৫ জুন) বার্তা২৪.কমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে পাঠানো নিয়োগপত্রটি তিনি হাতে পান।
ফেরদৌস ওয়াহিদ স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ-এর ডেস্ক ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ফেরদৌস ওয়াহিদ বার্তা২৪.কমে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রেডিও চুয়াডাঙ্গা পরিবার। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
এএইচ