০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নবনির্বাচিত চেয়ারম্যান নঈম জোয়ার্দ্দার ও মঞ্জিলুর রহমানের শপথ গ্রহণ

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ১০ জেলার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ২৪টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণের আয়োজন করা হয়।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মো. তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে শপথ নেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার ও আলমডাঙ্গা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কে এম মঞ্জিলুর রহমান।

গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নঈম হাসান জোয়ার্দ্দার ঘোড়া প্রতীক এবং কে এম মঞ্জিলুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হন। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদুর রহমান (গরীব রুহানী মাসুম) দ্বিতীয় দফায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা খাতুন প্রথম নির্বাচিত হন।

এছাড়াও আলমডাঙ্গা উপজেলায় মো. মাসুম বিল্লাহ ও মনিরা খাতুন খাতুন দুজনেই প্রথম দফায় নির্বাচিত হলেন। তারাও একই অনুষ্ঠানে শপথগ্রহণ করেছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

নবনির্বাচিত চেয়ারম্যান নঈম জোয়ার্দ্দার ও মঞ্জিলুর রহমানের শপথ গ্রহণ

প্রকাশের সময় : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ১০ জেলার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ২৪টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণের আয়োজন করা হয়।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মো. তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে শপথ নেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার ও আলমডাঙ্গা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কে এম মঞ্জিলুর রহমান।

গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নঈম হাসান জোয়ার্দ্দার ঘোড়া প্রতীক এবং কে এম মঞ্জিলুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হন। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদুর রহমান (গরীব রুহানী মাসুম) দ্বিতীয় দফায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা খাতুন প্রথম নির্বাচিত হন।

এছাড়াও আলমডাঙ্গা উপজেলায় মো. মাসুম বিল্লাহ ও মনিরা খাতুন খাতুন দুজনেই প্রথম দফায় নির্বাচিত হলেন। তারাও একই অনুষ্ঠানে শপথগ্রহণ করেছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব।