চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমান (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল।
আজ মঙ্গলবার (১১ জুন) বিকেলে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেয়াজুল ইসলাম, রাসেল তালুকদার ও মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সুটিয়া গ্রামের মিন্টু মণ্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় বাড়ির উঠান থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমানকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আটক মিজানুর রহমানকে আসামী করে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এএইচ