চুয়াডাঙ্গার জীবননগরে সখি খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সখি খাতুন একই গ্রামের সৌদি প্রবাসী ওয়াসিম বিশ্বাস নয়নের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, সখির স্বামী ওয়াসিম বিশ্বাস নয়ন সৌদি আরবে থাকেন। রোববার দিবাগত রাতের খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান। রাত ১২টার দিকে বাড়ির লোকজন টের পেয়ে দেখেন সখি ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।
স্থানীয় একটি সূত্র বলছে, সখি তার স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে। কারণ হিসেবে জানান, ঈদের কেনাকাটার টাকা পাঠাতে দেরি করেছে নয়ন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এএইচ