চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চপেলা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নেত কালা গ্রামের মাঝপাড়ার প্রতিবেশি মহিদুল ইসলামের বাড়িতে এদূর্ঘটনা ঘটে। চপেলা খাতুন ওই এলাকার মৃত নুর হকের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে প্রতিবেশী মহিদুল ইসলামের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান বৃদ্ধা চপেলা খাতুন। এ সময় মোটরের সুইচ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত চপেলা খাতুনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিদ্যুৎ সৃষ্টে এক নারী মারা গেছেন। অভিযোগ না থাকাই আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের নিকট করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
এএইচ