রাজধানীর গুলশানের ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশে সদস্যের এলোপাতাড়ি গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৮ জুন) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলশান বিভাগ পুলিশ জানিয়েছে এ তথ্য।
গুলি করা এবং গুলির শিকার হয়ে নিহত হওয়া দুই পুলিশ সদস্যের নামও জানা গেছে। এরা হলেন কনস্টেবল মনির এবং কনস্টেবল কাউসার। তবে আহত সাইকেল আরোহীর নাম জানা যায়নি।
সূত্রের বরাতে জানা গেছে ঘটনার কিছুক্ষণ আগে কথা কাটাকাটি চলছিল কনস্টেবল মনির ও কনস্টেবল কাউসারের মধ্যে। সেই কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা পিস্তল বের করে কাউসারকে গুলি করেন মনির।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি রিফাত রহমান শামীম ঢাকা পোস্টকে বলেন, পৌনে ১১টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে গুলিয়ে কনস্টেবল মনিরুল নিহত হয়েছে। এছাড়া কাউসার আহমেদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেনের দেহে তিনটি গুলি লেগেছে।’ ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যাচ্ছেন। এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















