চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার থানা রোডে অবস্থিত রাণী ফুড বেকারিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার (১ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে রাণী ফুড বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত অনিয়মের সত্যতা পান এবং অভিযোগের সত্যতা স্বীকার করেন প্রতিষ্ঠানের মালিক। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় রাণী ফুড বেকারির মালিক মন্টু মিয়া ওরফে পাংখিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসিনা মমতাজ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাণী ফুড বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে গিয়ে অস্বাস্থ্যকরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এএইচ